পরশ লাগুক / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
পরশ লাগুক কাকলি ঘোষ ছেলেকে বাস থেকে নামতে দেখেই ভ্রু কুঁচকে উঠল পর্নার। কাদা মাখা জামা। কলারের কাছে ছেঁড়া। এ কি ! “ জামার এই অবস্থা কি করে হল ?”কড়া গলায় প্রশ্ন করে পর্না। “ খেলতে গিয়ে ছিঁড়ে গেছে।” শুনেই রাগে মাথা জ্বলে যায়। কিরকম নির্বিকার মুখে বলছে দেখো! ইচ্ছে হয় দুম দুম করে দু…