কবিরঞ্জন ও সাধকরঞ্জন / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ঐতিহাসিক /
কবিরঞ্জন ও সাধকরঞ্জন – শ্যামাপ্রসাদ সরকার অষ্টাদশ শতাব্দীর ধর্ম ও মাতৃরসে জারিত এক উল্লেখযোগ্য কাব্যধারা হল পদাবলী! কিন্তু এটি কোনও কাব্য সৃষ্টির স্বয়ম্ভু সাধনার হঠাৎ কোপ ফল নয়। এসব প্রেরণার একটা উৎপত্তিস্থল সমাজের চারপাশে থাকেই এমনকি তখনও ছিল। সেই উৎসস্থল কেবল সমকালীন বা পূর্বাপর কবিদের প্রেরণারস্থল নয় যা কবিকে প্রভাবিত করেছিল। বলতে গেলে যথার্থ হবে…