কথা / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
কথা দীননাথ চক্রবর্তী কথারা যখন ঝগড়া করে প্রিয়জনের সঙ্গে অনেক অনেক ঝগড়া তখন রাগে রাগে রামধনু সঙ্গে সঙ্গে অভিমানের দেয়ালে পড়ে মরচে । তারপর বন্ধ ঝগড়া বন্ধ মুখ তাই বলে কথার বন্ধ নেই রাগ ও অনুরাগের বন্ধ নেই বন্ধ নেই অভিমান। বরং পেট ফুলে যায় গ্যাস বেলুনের মত বলতে না পারা কথা জমে জমে জোয়ারে…