তুলি পাইনের ফুল / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
তুলি পাইনের ফুল প্রেমাঙ্কুর মালাকার ভালো ড্রাইভার, পেয়েছি এবার, অমৃক সিং নাম- হাত চৌকস, পাহাড়ের বুকে, গাড়ি ছোটে অবিরাম! রাস্তার ধারে, ছড়ান ছিঁটানো, নীল পাইনের ফল; স্মৃতির মতন, কিছু তুলে নিতে, মন হলো চঞ্চল! বলি অমৃক, থামাও গাড়িটা, নেবো পাইনের ফুল- থেমে যায় গাড়ি, শিশুর মতন, হই খুশি মশগুল! দুহাতে তুলছি, নীল পাইনের, শুকনো কাঠের…