মুক্তো / মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
মুক্তো মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) যুগ যুগ ধরে খুঁজে চলি নদী মাটিতে বালুচরে বালুচরে সমুদ্রের ঢেউতে ঢেউতে শুধুই এক টুকরো মুক্তো। পচা শামুকে পা কেটে যায় ভাঙা ঝিনুক গুগলির অত্যাচার সব যন্ত্রনা সহ্য করে খুঁজি সেই এক টুকরো মুক্তো। অবশেষে জীবন যৌবন চলে যায় বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা মনে হয়, নারী প্রেম মুক্তো খোঁজা নেশা…