ধোয় ভগবান ভক্তের ধূলি / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
ধোয় ভগবান ভক্তের ধূলি প্রেমাঙ্কুর মালাকার অমৃতসরে, এসে চলে যাই, দুর্গার মন্দিরে- স্বেতপাথরের, পুরো মন্দির, সরোবরে আছে ঘিরে। ঘুরি সরোবর, ম্যাট পাতা আছে, সেই ম্যাট ভেজা জলে; তপ্ত পাথর, ছ্যাঁকা লাগবেনা, ভক্তের পদতলে! রয়েছে মূর্তি,”ধোয় ভগবান, ভক্তের পদধূলি”! অপার শান্তি, বিরাজ করছে, মন্দিরে খোলাখুলি! হলুদ ডানার, নির্ভয় বক, বসে আছে সরোবরে- দেখছে মানুষ, পরোয়া করেনা,…