রূপের পসরা ঢালা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
রূপের পসরা ঢালা প্রেমাঙ্কুর মালাকার নৈসর্গিক , শোভা অপরূপ, ধন্য ধরমশালা- পাহার চূড়ায়, বরফ বিছানো, যেন মুক্তোর মালা! হাড় হিম করা, হিমেল বাতাস, বইছে শীতল রেশ; জুনের গরম, উধাও এখানে, সুশীতল পরিবেশ! কাশ্মীরে “জঙ”, লাগে ভূ-স্বর্গ, শীতল ধরমশালার – পাহাড়ের বুকে, আনাচেকানাচে, রূপের পসরা ঢালা! —oooXXooo—