অকাল বসন্ত / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প / বর্ষবরণ সংখ্যা /
অকাল বসন্ত কাকলি ঘোষ ওয়াইফাইটা অন করতেই হুড়হুড় করে মেসেজ ঢুকতে শুরু করল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে। চায়ের কাপে চিনি গুলতে গুলতে আড়চোখে একবার অরূপের দিকে চাইল নন্দিতা। টোস্ট অমলেট চিবোতে চিবোতে একমনে খবরের কাগজ দেখছে ও। কোনদিকে হুঁশ নেই আর । অবশ্য থাকেই বা কবে ? অফিস আর কাজ। এই তো ওর জীবন। সকালে বেরোবার আগে…