দূরবীন / আগন্তুক / বাংলা কবিতা /
দূরবীন আগন্তুক আমি রাত দেখেছি… রঙ চঙে ঝকমকে আলোর পিছের_ নিকষকালো আঁধারের কুৎসিত আতর মাখা, মুখোশাবৃত লালসার লকলকে জ্বিহ্বায়। আমি রাত দেখেছি… নীরব জোনাক আলোর নিস্তব্দতায়, ঘুণে ধরা অস্থি পেশীর কোঠরের_ ধূর্ত হিংস্র শিকারিটির চোখে। আমি রাত দেখেছি… আশাহত পিতার অশ্রুনদে ভাসমান, সুধারসে জর্জরিত বেকার যুবকের_ গলা পঁচা লাশের দুর্গন্ধে। আমি রাত দেখি.. বিকশিত সভ্যতার…