আমি কে / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
আমি কে ✍️ প্রদীপ সরকার “আমি, আমি, আমি, সব্বাই আমি। আমারই তৈরি প্রিয়, খেলনা খেলার, আমারই মায়ায় গড়া এই দুনিয়ার, আমিই সবকিছু সারা, আর কেউ নেই আমি ছাড়া, এ সারা ব্রহ্মাণ্ড যত, তার সমগ্র আমি। আমার খেলার সাথী আমি, আমিই তো তুমি। আমি এক ধ্রব সেই, ॐ, সাজে সাজি। আমিই নিজে দুই-তিন ভাগে, অথবা প্রিয়…