অতিথি / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
অতিথি রণজিৎ মন্ডল পুরনো অতিথি এলো ফিরে আবার নতুন করে, দক্ষিণা বাতাস, শিমূল, পলাশ কোকিলের কুহু স্বরে। অনুভবে মোর রাঙিয়াছে মন নতুন স্বপ্ন ভরে, ক্ষণিকের এই অতিথি মোর অন্তরে, বাহিরে। কোন অতিথি আছে বলো হেথা কাহারে সাথি করে, আজ যারে পাই কাল যে হারাই কালের অন্ধকারে। ভালোবেসে কেহ আসে না হেথায় কাউকে আপন করে, নিজেকে…