পাইনু না হায় মনের মানুষ / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
পাইনু না হায় মনের মানুষ ✍️ প্রদীপ সরকার পাইনু না হায় মনের মানুষ, এই মায়ার দুনিয়াতে। বাসেনা ভালো, কেউ মোরে গো, সবাই মেশে স্বার্থতে। কেই বা প্রিয়, আপন মম, হলো না সঠিক বোঝা। তোমার মতো, হায় আপন কেহ, বৃথাই হলো খোঁজা। বুঝি না গো হায়, এ কেমন মায়ায়, আমি আছি ডুবে। কেউ তো আমার নাই…