একাকীত্বের ভাবনা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
একাকীত্বের ভাবনা মৃনাল কান্তি বাগচী চারিদিকে এতো হৈচৈ কত বিশাল আয়োজন! সবই আমার মনে হয় বৃথা শুধুই একাকীত্ব ভালো লাগে এখন। একাকীত্বে জীবনকে যে ভাবে করা যায় গভীর ভাবে উপলব্ধি, সময়ের সাথে সাথে এই বিশ্বের বিশাল অজানা রহস্য সম্বন্ধে কিঞ্চিৎ জ্ঞান হয় বৃদ্ধি। আপন পরের সীমানার গণ্ডী ভেবে নিজেকে যতই করা হোক সীমাবদ্ধ, তাতে প্রকৃত…