সৌরভ / প্রদীপ সরকার / বাংলা গান /
সৌরভ ✍️ প্রদীপ সরকার এ কেমন সৌরভ আজি ছড়ালো আমার প্রাণমনে। যেন মনে হয় তোমার স্থিতি, রয়েছে আমার এই সামনে। তোমার প্রাণের ওই সৌরভ, আজি বহায় সুরভ, আমার হৃদের মাঝে। যেন মনে হয় তোমার প্রেমের সেই মধুর সুবাস, আসলো ভেসে আমার কাছে। মনের ইথার পথে, তোমার কাছে আসতে যেতে, লাগে না কোনই সময়। বুঝি তাই…