আমাদের করছে ঘৃণা / তপন কর্মকার / পরিবেশ বাংলা গান /
আমাদের করছে ঘৃণা তপন কর্মকার জানিনা কাল তুমি হাসবে কিনা জানিনা কাল তুমি বাঁচবে কিনা এই জল জঙ্গল জন্মভূমি আমাদের করছে ঘৃণা, আমাদের করছে ঘৃণা। মহা প্রকৃতির প্রাণ কেড়ে কেউ হয়ে যাও রাজা তাই ঝড়-তুফান ভূমিকম্পনে আমরা যে পাই সাজা মানুষের কেন মান-হুশ নেই, মনুষত্বহীনা (ও) মনুষত্বহীনা। ফুলের হাসি পাখির গান জীবন কত সুখী…