নিশ্চুপ / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
নিশ্চুপ ✍️ প্রদীপ সরকার চলে গেছে সেই মোহিনী ফাগুন। চলে গেছে সে বসন্ত, তবু আজও জ্বলছে এ বুকে তোমার প্রেমের আগুন। চুপ, চুপ, চুপ, রও নিশ্চুপ, শোনো ওই আগামীর আহ্বান। যাহা গেছে চলে, তারে যাও ভুলে, গাও জীবনের গান। যদি সকল ঘটনা বিগত, সবকিছু ভুলে তুমি নিজেরে না করো সংযত, তবে কিভাবে হে প্রিয় করিবে…