তিস্তা পারের রহস্য (তৃতীয় অংশ ) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
তিস্তা পারের রহস্য (তৃতীয় অংশ ) সলিল চক্রবর্ত্তী ২৩/০৭/১৯৮৪ আজ যোগী তন্ত্রসাধক শশীভূষন ভট্টাচার্যের কাছে গিয়ে সন্ন্যাস নেবার বাসনা প্রকাশ করলাম। এমন একজন সর্বত্যাগী, নিঃস্বার্থ, জগতপিতার কাছ থেকে দীক্ষিত হতে পারলে আমি ধন্য হয়ে যাব। কিন্তু আমি সংসারী মানুষ বলে তিনি আমায় দীক্ষা দিতে অপারগ। আমি তাঁকে জানালাম যে আমি নিঃসন্তান, পিছুটান আমার নেই। একমাত্র…