দূষণ বিরোধী বাণী! শোনাচ্ছে জার্মানি!! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা পরিবেশ কবিতা /
দূষণ বিরোধী বাণী! শোনাচ্ছে জার্মানি!! প্রেমাঙ্কুর মালাকার আনব চুল্লি, বাতিল করলো, জার্মানি চিরতরে – জার্মান বাসি আনন্দে নাচে! উল্লাসে থরে থরে! বিশ্ব ভোলেনি, চেরনোবিলের, ধ্বংস লীলার কথা; জাপানে ওসাকা, আনব- চুল্লি, ধ্বংসে-বীভৎসতা! বিশ্ব চায়না, পৃথিবীতে আর পরমাণু বিদ্যুৎ – আনবিক নয়, মহা দানবিক, ধ্বংস-যজ্ঞে দূত! দূষণের বিষে, বিশ্বে বাড়ছে, সমানে উষ্ণায়ন ; মেরুর জমাট, বরফ…