কাব্যের উপেক্ষিতা (প্রথম পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
কাব্যের উপেক্ষিতা (প্রথম পর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ে সকাল থেকেই মুখভার সুরমার। মেয়েটার রেজাল্ট বেরোবে। অনলাইন না কি যেন বলে তাতেই নাকি জানা যাবে মণির উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট। সুরমা এগুলো ঠিক বোঝেনা। সেই কবে স্কুলের পাঠ চুকিয়ে দিয়েছে সে। তাদের আমল আর এই আমল অনেক তফাত। তখন কত ই বা বয়স ওর। সত্যিই ওর ভাগ্যের চাকা…