মোক্ষদা / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
মোক্ষদা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ।।১।। অনেক দিন আগের কথা। তখন আমি জন্মাইনি। তাই বলে তো আর ঘটনাটা মিথ্যে হতে পারে না। আমার ঠাগমার মুখে শোনা।আর সে কথা এক্কেরে হক কথা।তখনকার দিনে রাস্তা ছিল শুনশান। অনেক দূরে দূরে ছিল এক আধটা দোকান। তারমধ্যেই ছিল নিধে কামারের চা এর দোকান। নিধের ছিল বিড়ির নেশা। আর রামযাত্রার নেশা।তখন…