শেষ হবে প্রাণীকুল / বর্ষা বিশ্বাস / পরিবেশ প্রতিবেদন /
শেষ হবে প্রাণীকুল বর্ষা বিশ্বাস অপরূপ সুন্দর সবুজ গালিচার বাগান চারিদিকে, যেন এক নারী তার ঘন সবুজ আর নীলচে আকাশি চুল চারিদিকে ছড়িয়ে দিয়েছে। সে যেন এক স্বর্গ। জন্মসূত্রে সে আমাদের চেয়ে ঢের বড়, প্রায় কয়েকশো কোটি বছরের। কথাটা কয়েক যুগ আগের, কথাটা আমাদের পৃথিবীর। আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে সূর্যের…