অভিমান / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
অভিমান দীননাথ চক্রবর্তী জৈষ্ঠ্যের একটা সুন্দর অভিমান থাকে। একেবারে নিজস্ব ঘরানা । সেই ঘরানার মধ্যে না আছে কোন মেদ। না আছে কোন খাদ। আবার কোন কৃত্রিমতাও নেই। নেই কোন বজ্রগর্ভ হুঙ্কার । তবু আছে কিছু একটা। কিচ্ছু ভালোলাগা ,মৌসুমী বাতাস ,মেঘ সূর্যের লুকোচুরি ,আর একটু একটু রাগ । অভিমান আর রাগের যুগলবন্দিতে বৃষ্টি হয়ে ঝড়ে…