কত্তা বনাম গিন্নী / কাকলি ঘোষ / বাংলা কবিতা /
কত্তা বনাম গিন্নী কাকলি ঘোষ সেদিন ভোরে কত্তামশাই হঠাৎ গেলেন ক্ষেপে দিব্যি বসে ঢুলতেছিলেন চেয়ারখানি চেপে। কী যেন এক উল্টো হাওয়া বইল বিষম বেগে ঝিমঝিমিয়ে কত্তামশাই বেজায় গেলেন রেগে। গিন্নী বলেন – কত্তা তোমার এই বা কেমন ধারা! তোমার জ্বালায় গেল আমার সিরিয়ালটা মারা! কত্তা বলেন- গিন্নী তোমার রকমখানি বেশ দিন রাত্তির সিরিয়াল ….. আর…