সুবিশাল এক গাছের চিত্র! গাছ চিরকাল মানব-মিত্র!! / প্রেমাঙ্কুর মালাকার / পরিবেশ কবিতা /
সুবিশাল এক গাছের চিত্র! গাছ চিরকাল মানব-মিত্র!! প্রেমাঙ্কুর মালাকার মাত্র একটি সুবিশাল গাছ, বিস্তৃত অঞ্চলে – মহাসমাবেশে হাজির সেখানে, গ্রামবাসী দলে দলে! সে গাছ টাঙিয়ে রেখেছে আকাশে, সুবিশাল সামিয়ানা ; দারুণ গ্রীষ্মে প্রখর রৌদ্র, দিতে পারবে না হানা! এই তরুতল প্রকৃতির দান, যেন সুবিশাল হল- এ.সি.নেই তবু জনতা সেখানে, ঘামবেনা গল গল! মাথার উপরে পত্র-পুঞ্জে,…