আক্ষেপ (3) / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
আক্ষেপ (3)… ✍️ প্রদীপ সরকার সকাল হলেও তবু হলোনা প্রকাশ আজও, তাহার প্রাণের আলো। মুছলো না হায় আমার সারা মনের কাম ময়লা গুলো। প্রাণভরে ভালবেসে তবু মোর প্রেম পাওয়া হলোনা। হায় রে ভাগ্য মম, সে যে মোরে দেখা কভু দিলোনা। কত আলো, সে যে ছড়িয়ে দিলো, আমার কল্পনায়। যুগান্তের সাধনা, হয়ে এলো বৃথা, আজও তো…