সমুদ্রের সেই দিনগুলি (চতুর্দশ পর্ব) / শিবপ্রসাদ হালদার / বাংলা স্মৃতিমূলক নিবন্ধ /
সমুদ্রের সেই দিনগুলি (চতুর্দশ পর্ব) ✍️ শিবপ্রসাদ হালদার ডারবানের মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ওরা জানতে পারলো সেখানে সমস্ত খাবার দাবার সহ সব জিনিসপত্র বিভিন্ন দেশ থেকে আমদানি হয়ে এখানে এসে মাত্র তিন-চারটি ডিস্ট্রিবিউটারের মাধ্যমে সাপ্লাই করা হয়।তাই জিনিসপত্রের দাম এমন ঊর্ধ্বমুখী।এমন গরিব দেশে এহেন অগ্নিমুখী দ্রব্যমূল্যে এখানকার গরীব মানুষের কথা ভাবতে ভাবতে ওরা হেঁটে চলেছে।…