ভোরের সুর / ড. মদনচন্দ্র করণ / বাংলা কবিতা /
ভোরের সুর ড. মদনচন্দ্র করণ ভোর হয়েছে, কাক ডাকছে, দূরে ভেসে আসে আজানের সুর, আকাশের কোণে লাজুক আলো, সূর্য উঠবে, মিলবে আঁধির নূর। শিশির ঝরে ঘাসে পাতায়, ফুলে ফুটেছে জলের হাসি, দোয়েলের শিসে সুরের ধারা, মনে আনে আলোর বাসি। নদী খেলে জোয়ার-ভাটা খেলা, প্রাণের মাঝে বয়ে যায় সুর, মানুষের মনে সুখ-দুঃখ বয়, মিলেমিশে তৈরি হয়…