প্রেমের তরী / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
প্রেমের তরী মৃনাল কান্তি বাগচী নাবিক আমি নই তবুও হয়েছি নাবিক, অকূল সাগরে পাড়ি দিয়েছি খুঁজে পাচ্ছিনা কোন দিক। উতাল পাতাল সাগরের ঢেউয়ে নৌকা আমার টালমাটাল, কূল পাবো বলে ধরেছি শক্ত করে হাল। কূল যদি নাও পাই তবুও করিবোনা কোন দুঃখ, প্রেম পারাবারে যদি ডুবে মরি তাতেই পাবো অপার সুখ। সুখেরও লাগি, কত নাবিক শক্ত…