আপন জন (ত্রয়োদশ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (ত্রয়োদশ পর্ব) কাকলী ঘোষ শিখা ঠিক সময়েই বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। কেউ জানতে পারে নি। নিমাই দা ওকে বাস স্ট্যান্ড অব্দি নিয়ে এসে নিজেও বাসে উঠে পড়েছিল। বিরাজ দা সব চুপচাপ দেখে আর ওখানে দাঁড়ায় নি। ফলে ওই বাসেই ওরা চারজনে কালীঘাট পৌঁছেছিল। সুখেনের তো তখন হাত পো কাঁপছে। যা করার সব ওরাই…