দু- আঁজলা জল / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
দু- আঁজলা জল মৃনাল কান্তি বাগচী দু- আঁজলা জল চেয়েছিলাম তোমার কাছে আমি, তুমি দেওনি সে জল কেন দেওনি তা জানি আমি । আমায় জল দিলে পাছে তোমায় ভালোবেসে ফেলি সেই ভয় ছিলো তাও জানি আমি। তুমি ভাবলেই আমি তোমায় ভালোবেসে ফেলবো তাতো ছিলোনা ঠিক, তাইতো তুমি আমায় জল না দিয়ে করেছো বেঠিক। যে হৃদয়…