আবাহনী / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
শিরোনাম:- আবাহনী কলম:- সুপর্ণা দত্ত ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ বেঁধেছিল ছোট্ট বাসা নীল আকাশের তলে, করেছিল জীবন পাত আপন সংসারের তরে। মুদেছিল দুটি নয়ন স্বপ্ন দেখার ছলে, ভাঙ্গল সে স্বপ্ন তার জীবন সমুদ্রে ভেসে। পেতেছিল বাতাসে কান স্বস্তির বাণী শুনবে বলে, সে বাণী বদলেছে আজ ভর্ৎসনা আর তিরস্কারে। অপেক্ষায় ছিল বসে ভালোবাসার মানুষের তরে, সে মানুষ এসেছিল,তবে তার…