ফেলুদা / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
ফেলুদা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আজ স্কুলে রেজাল্ট বেরোবে। সবাই তটস্থ। প্রথম সারির ছেলেরা নিজেদের পজিশন কী হবে এই নিয়ে ভয় খাচ্ছে। আর অন্যান্য রা অনেকেই দু একটা বিষয়ে ফেল করে বৈতরণী পার হবে। কিন্তু সমস্যাটা হল অজয়কে নিয়ে। অজয়কে সকাল থেকেই ভীষণ ভীত দেখাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছে আজ। তারপর মন্দিরে গেল। রাধা…