আলোর উৎসব / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
আলোর উৎসব সুপর্ণা দত্ত কালী পুজোর রাতটা ঘন আন্ধকারে ঢাকা, মাটি দিয়ে একশো পিদিম তৈরি করে রাখা। সারাটা দিন বায়না করে কান্না দিল জুড়ে, খোকাবাবু বাবার কাছে বাজি কেনবার তরে। কালীপটকা, দোদোমা আর চকলেট বাজি চাই, রকেট বাজি, আলুবোম আর চটপটি কিনবে ভাই। শুনেই বাবা বললো তাকে “খোকন তুমি শোনো, কোনো রকম শব্দ বাজি জ্বালাবে…