ছন্দ বিহীন পদ্য / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ছন্দ বিহীন পদ্য মৃনাল কান্তি বাগচী ভালোবেসে চেয়েছিলাম তোমায় নিয়ে বাঁধতে একটি সুখের ঘর, সে স্বপ্ন,স্বপ্নই রয়ে গেলো এ জীবনে হওয়া হলোনা তোমার বর। কত স্বপ্নই স্বপ্ন রয়ে যায় সারা জীবন ভর, চাইলেও বাঁধা হয়না কখনো সুখের ঘর। বেল ফুলের গন্ধ, সুগন্ধই ছড়ায় ফুলদানিতে তা শোভা নাহি পায়, ঝরা বকুল ঝরেই যায় শুকিয়ে গেলেও গন্ধই…