পথের খোঁজ / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
পথের খোঁজ সুপর্ণা দত্ত পথের খোঁজে নামলো পথে বাউল বৈরাগী ফকির সাধু, একতারাতে গান বেঁধে যায় পথের দিশা পায় না শুধু। পথই যাদের পথের পাথেয় পথেই যাদের ঘর-সংসার , পথকে আপন করেই তারা কাটালো তাদের জীবন পাথার। সুখের তরে করলো গ্রহন নানান ধরনের কুটিল পথ, সে-পথই তাদের করলো কাঙাল জীবন করলো জটিল রথ। দু’মুঠো ভাত…