অথ-সৌবল কথা / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
অথ-সৌবল কথা ……………………. শ্যামাপ্রসাদ সরকার সৌবল এতক্ষণ ধরে মখমল শোভিত মোলায়েম আসনটিতে বসে চরম প্রতিশোধের পন্থাগুলি নিয়ে চিন্তা করছিলেন। রাত্রিকালীন আকাশও বেশ মেঘাচ্ছন্ন। পার্থিববস্তুর বিলাস ও মোহময় ব্যসনের সমস্ত উপকরণের সম্ভার হস্তিনাপুরে এত বেশী পরিমাণে আছে যে উনি নিজেও মাঝে মাঝে এসবে বড় বিস্মিত হয়ে তাদের কাছে স্বেচ্ছায় পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হন।…