শত-বার-সিকি- পাকা! হয়না পঁচিশ টাকা? / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“শত-বার-সিকি- পাকা! হয়না পঁচিশ টাকা?” প্রেমাঙ্কুর মালাকার এখন তো নয়,ঘটনাটি ঘটে, একশো বছর আগে- পাড়ার ক্লাবের, শতবার্ষিকী, মোটা টাকা চাঁদা লাগে! পাড়ার দোকানী, বেশ কঞ্জুষ! ঝানু ব্যবসায়ী পাকা! শতবার্ষিকী, ছেলেরা চাইলো, এবার পঁচিশ টাকা! ফুটো পয়সায়, পাই পয়সায়, তখন মেটাতো চাঁদা; পঁচিশটা টাকা!দোকানীর চোখে, সর্ষেফুলের ধাঁধা! দোকানী শোনায়, পঁচিশ টাকাযে, দু’ভরি সোনার দাম! ছোকরারা বলে,…