এসো বৃষ্টি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
এসো বৃষ্টি মৃনাল কান্তি বাগচী এতোটা দাবদাহ চলছে আমার চারপাশে বৃষ্টিকে তাই ছুঁতে বড়ই ইচ্ছে করে, বৃষ্টি সে কথা বুঝতেই চায়না আমার কষ্ট বোঝাবো তাকে কি করে? আকাশ হতে যদি ঝুপ ঝুপ করে এখণই নামতো বৃষ্টি, সেই বৃষ্টিতে শীতল করিতাম আমার তাপিত দেহ মন, এসো ওহে তুমি বৃষ্টি! অভিমান করোনা তুমি আর, তোমার অভিমান ভালো…