স্বগতোক্তি / শ্যামাপ্রসাদ সরকার / ঐতিহাসিক বাংলা ছোটগল্প /
ঐতিহাসিক ছোটগল্প স্বগতোক্তি শ্যামাপ্রসাদ সরকার আজ নিদ্রাভঙ্গ হবার পর থেকেই একটা অলীক সুখভোগ হচ্ছে। যেদিন এই দেহ ছেড়ে আমি উড়ে পালালাম সেদিন থেকে ওরা আর কেউ আমায় বাঁধতেই পারবে না। মৃত্যু নামক নিষ্কৃতিটি যেন জাগতিক বাধা থেকে এতদিনে মুক্তি দিল। আমি কেবল সেদিন রবিকেই কিছু বলে আসতে পারলাম না। ওর কথাই মনে…