তিনিই পরমব্রহ্ম / পার্থসারথী চট্টোপাধ্যায় / বাংলা কবিতা /
তিনিই পরমব্রহ্ম পার্থসারথী চট্টোপাধ্যায় এক এক্কে এক অন্তরে তাঁর অসীম লীলা, নয়ন মেলে দেখ দুই এক্কে দুই দুঃখসাগর পার ক’রে চল প্রভুর চরণ ছুঁই তিন এক্কে তিন তাঁর করুণায় টুটবে আঁধার, আত্মা হবে লীন চার এক্কে চার পরশ পেলেই মুক্তি রে তোর, ঘুচবে অহংকার পাঁচ এক্কে পাঁচ আনন্দময় চিত্তস্বরূপ — তাঁর নামেতেই বাঁচ…