পনেরই আগস্ট / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
পনেরই আগস্ট শ্যামাপ্রসাদ সরকার আজ স্বাধীনতা দিবস। সকাল থেকে দেশভক্তির আবেগ জোয়ারে ভাসছে সবাই। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে প্রভাতফেরী বেরিয়েছে। এরপর পতাকা উঠবে। নির্মলবাবু সকালের দিকটায় প্রসন্ন থাকেন। গিন্নীর নজর এড়িয়ে জানলায় এসে বসা দুটো কাঠবেড়ালীর জন্য বরাদ্দ থাকে বিস্কুট আর তার পর আসে একটা মিশকালো দাঁড়কাক যার নাম কর্ভাস। তাকে…