সেদিন নিশীথে / কাকলি ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
সেদিন নিশীথে কাকলি ঘোষ শেষ পর্ব “ একটা কথা ছিল স্যার। যদি শোনেন “ “ আশ্চর্য তো ! এই রাত দুপুরে তুমি ঘরে ঢুকে বসে আছো কথা শোনাবে বলে ?” “ ঢুকতে তো হয় না স্যার। আমি তো সব সময় এ ঘরেই থাকি। দু মাস ধরে আছি। যেতে পারি না যে। “…