ভাবনা গ্রাস করে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
ভাবনা গ্রাস করে রণজিৎ মন্ডল ভাবনা যেন আমায় গ্রাস করে, কোথায় থাকে মনের গহনে অন্ধকারে, হারিয়ে যাই ভাবতে ভাবতে অচিন পারে। মিল খুজে পাই না কোনটার সাথে কোনটারে, প্রেম, বিরহ, দূঃখ, বেদনা, আনন্দ কি নেই সেখানে ! সব আসে পর পর একে ওকে অনুসরণ করে। কখনো হাসি, কখনো কাঁদি, কখনো আনন্দের আতিশয্যে প্রাণ ভরে, কখনো…