অশ্বমেধের ঘোড়া এবং বিদায় সৌমিত্র / রীতা দাশ / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
অশ্বমেধের ঘোড়া রীতা দাশ অশ্বমেধের ঘোড়াটাকে থামাতেই হবে কি স্পর্ধায় ক্ষুরে ক্ষুরে সমাজের জঞ্জাল সরাতে চায় দুঃসাহসে ভর করে লাগাম পরাতে চায় দুর্বৃত্তের গলে! অশ্বমেধের ঘোড়া, তুমি কি জানো না চারদিকে কুমন্ত্রী শকুনিরা আছে! মহামতি ভীষ্ম আর দ্রোণাচার্য তীর অন্নঋণ শোধে দায়বদ্ধ আজও। তবু ছুটে চলে অশ্বমেধের ঘোড়া তাইতো আজো জেগে ওঠে বাপি…