স্মৃতিরা কথা কয় / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
স্মৃতিরা কথা কয় মৃনাল কান্তি বাগচী রয়েছে আকাশ,বইছে বাতাস গাইছে পাখি গান, শুধু তুমি নাই রয়েছে তব শূণ্যস্থান। শূণ্যের মাঝে শূণ্য হেরিয়া দেখি তোমায় নতুন করিয়া, যে চলে যায়, সে আসেনা সময় চলে যায় তার স্মৃতি স্মরিয়া। স্মৃতিরা কত কথা কয় সে কথা বুঝিবার সাধ্য,সবার নাহি হয়, যে জন বোঝে সে ভাষা তার মাঝে শূণ্যতা…