লোকসংগীত / ভূদেব ভট্টাচার্য্য / বাংলা লোকগান /
লোকসংগীত ভূদেব ভট্টাচার্য্য আমি ঠেকলাম ভীষম দায় গো, ঠেকলাম বৈরাগী হইয়া।। আমি মাছ খাই না, মাংস খাই না, খাই না পেঁয়াজ রসুন, সারাটা দিন ভিক্ষা কইরা আমার রাতে হয় না ঘুম। ডালে চালে খিচুড়ি পাকাইয়া খাইতে আর ভালো লাগেনা। আমি ঠেকলাম ভীষম দায় গো, ঠেকলাম বৈরাগী হইয়া।। মনে অনেক ছিল আশা, সুখের কাটাইবো দিন, নাম…