আমার লাগানো ছোট্ট বকুল চারা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
আমার লাগানো ছোট্ট বকুল চারা -প্রেমাঙ্কুর মালাকার ষোলো বৎসর চাকরি করেছি, সল্টলেক ইস্কুলে – কত রকমারি গাছ লাগিয়েছি, বাড়ি থেকে এনে তুলে! অশোকনগর স্টেশনের থেকে, তুলে ‘সুবাবুল’ চারা; ইসকুল মাঠে পাঁচিলের ধারে, গাছ লাগিয়েছি সারা! ‘সুবাবুল’ গাছ দ্রুত বেড়ে ওঠে, অতি বৃদ্ধির ঢল – পাঁচিলের কাছে ‘সুবাবুল’ গাছে, বাড়ে ক্রমে জঙ্গল! ইসকুলে চলে বৃক্ষরোপণ, বিশাল…