শিশু / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
শিশু স্বপ্না নাথ ফুলের হাসি, শিশুর হাসি, যে গৃহেতে পাশাপাশি। নানান রঙের কুসুম ঝরে, আশীষ হয়ে রাশি রাশি।। যতই তুমি হও না বড়, যতই তুমি স্বর্গ গড়ো। একটি শিশুর জীবন গড়া, কঠিন থেকে কঠিনতর।। ওরাই জাতির ভবিষ্যৎ, ওরাই গড়বে নতুন পথ। নির্ভরতার দুটি হাত, অমল রেখো জীবন পাত।। আমরা যদি ত্যাগ না করি, আসক্তি আর…