তাহাদের কথা / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
তাহাদের কথা – শ্যামাপ্রসাদ সরকার হেমন্তের নির্জনতা ছেড়ে চলে যাব বলে পত্রপুটে গুছায়ে রেখেছি যত স্নেহ হেলায় কুড়ায়েছি যত স্মৃতিভার তাই আর পাখি তার কুলায় ফিরিবে কি? দেখ, অতুলান শূন্যতা সাথে তার গৃহটি বড় বিনিদ্র যেন, সব ছেড়ে যাওয়াটির পরে যদি বা থাকিত অতি প্রিয় সম্বোধন তুচ্ছতম দূর্বা ঘাসের ছায়াটির মত, মনে কেহ রাখিত কি…