আত্মনিধন / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
আত্মনিধন স্বপ্না নাথ গুটি গুটি যায় এগিয়ে ওই যে লোভের থাবা, নিজের হাত নিজেই কাটে বুদ্ধিমান হাবা। হাতটি গেলে খাবে কি! অন্ন মুখে যাবে কি? বৃক্ষ নিধন করে তুমি, বাতাসটা পাবে কি? মাঠে মাঠে বিষের ফসল, কোনটা বিকল, কোনটা নকল, অলিক ফাঁদে মানুষ সকল, কৃত্তিমতায় ডুবল আসল। অট্টালিকায় ডাকে পুকুর, পাখ পাখালি ধুঁকছে হাপুর। উদক…