বিনাশ কাল / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
বিনাশ কাল স্বপ্ননাথ অন্যায় অবিচার, অন্তরে বাজে কার, সরব কন্ঠ যার, সেই চায় প্রতিকার। শিরদাঁড়া সোজা তার, উচিতে সে সোচ্চার, নয় শুধু পরিবার, ভাবনা তার সবাকার। পথে হাটে বারবার, বিরুদ্ধেতে সে মুখর, গতি তার দ্বারে দ্বার, হৃদয় মানবতার। হায়! কোথা সে নর, কপট ই মান্যবর, সাধু বেশে শোষণের, ফাঁদ পাতে তস্কর। স্থানে স্থানে নরকাসুর, গড়ে…