স্বতঃস্ফুর্ত প্রকৃতি / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
স্বতঃস্ফুর্ত প্রকৃতি শ্রী নীলকান্ত মণি বুঝব কী করে এখানেও কোন গুপ্ত সমুদ্র নেই! কোন উল্লেখ ই নেইকো যেখানে তথ্য গুলো ই বা কোথা থেকে এলো! যবে পথ হাঁটি পথ সরে সরে যায় পিছে সরে যাওয়া পথ স্বেচ্ছায় আমাকে সাহায্য করে সামনে এগিয়ে যেতে আপন ইচ্ছা তে! সরে যাওয়া পথ, একা তখনও বুক পেতে পড়ে থাকে…